ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে পাঠিয়েছে জেলা নির্বাচন অফিস।

তালিকা চূড়ান্ত হলে এই তালিকাতেই আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। খসড়া ভোটার তালিকা অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ৮৫৮ জন, এরমধ্যে পুরুষ ভোটার ৬৫৩ জন এবং মহিলা ভোটার ২০৫ জন। প্রত্যেক উপজেলায় ১ টি করে ভোট কেন্দ্র থাকবে।

১৪ সেপ্টেম্বর বর্তমান জেলা পরিষদ প্রশাসকের কার্যকাল শেষ হচ্ছে। জেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে কি না- এ বিষয়ে সুস্পষ্ট কোন নির্দেশনা হাতে পায়নি জেলা নির্বাচন অফিস। উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান জানিয়েছেন, দলীয় প্রতীকে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, প্রার্থীরা নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।

(ওকে/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২২)