কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার সময়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ জেলেকে করাদন্ড প্রদান করেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়া নামকস্থানে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ ধরার সময়ে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ রানাখড়িয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে সাইদ ওরফে টিক্কা (২২), হাসিন উদ্দিন মন্ডলের ছেলে লাবলু মন্ডল (৩০), জালাল উদ্দিন মালিথার ছেলে মহিদুল মালিথা (২২), তালবাড়ীয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোতাহার আলীকে (৪০) আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫(১) ধারায় তাদের প্রত্যেকে এক বছর করে সশ্রম করাদন্ড প্রদান করেন।

এ সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, এসআই আব্দুল হালিম উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুন দিয়ে ধ্বংস করা হয়।

(কেকে/এটিআর/অক্টোবর ১০, ২০১৪)