চপল রায়, ভোলা : মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিয়ে সহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে ভোলার তজুমদ্দিনে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। তজুমদ্দিন থানা আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অফিসার ইন চার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মুরাদ বলেন, 'শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের পাশাপাশি স্কুলের শিক্ষকবৃন্দকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বর্তমানে মোবাইল ফোনের অপব্যবহারে ছাত্রছাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মোবাইল ফোন ব্যবহারে তাদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক, নারী নির্যাতন, ইভ টিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রদায়িক সহিংসতা নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান ওসি মুরাদ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, স্কুল কমিটির সদস্য বৃন্দ, বিট অফিসার এসআই রাজিব বড়ুয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

(সিআর/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২২)