কেশবপুর প্রতিনিধি : কেশবপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ২০২ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার সরসকাটি এলাকা দিয়ে সাতক্ষীরার কলারোয়া থেকে একটি লাল রঙের অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে এক যুবক কেশবপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় সন্দেহবশত ধাওয়া করা হয়। পরে সরসকাটি বাজার সংলগ্ন কলেজের সামনে ভাঙ্গা রাস্তার উপর পড়ে গিয়ে মোটরসাইকেল রেখে ওই যুবক পালিয়ে যায়। তার ফেলে যাওয়া মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ২০২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত ওই ফেনসিডিলের মূল্য আনুমানিক ৩ লাখ ৩ হাজার টাকা।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

(এসএ/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২২)