হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ দেড়শতাধিক লোক আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে সিএনজিচালিত অটোরিক্সা শ্রমিকদের সাথে মালিকপক্ষের মধ্যে দফায় দাফায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হন। গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে সিএনজি অটোরিক্সার মালিক ফরহাদ মিয়ার সাথে চালক আহম্মদ মিয়ার ভাড়া নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে চালক ও মালিকের পক্ষের সাথে নিজ নিজ গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টাব্যপী সংঘর্ষে গুলিবিদ্ধ ২০ জনসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ১৭১ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে, শুক্রবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার চরগাঁও গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া লাখাই উপজেলার বুল্লা বাজার সংলগ্ন সুতাং নদীতে নৌকা বাইচকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নৌকাবাইচ আয়োজন করে। হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন নৌকা বাইচের উদ্বোধন করেন। এর কিছুক্ষণ পরই কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের দু’টি নৌকার সাথে হবিগঞ্জের দু’টি নৌকার ধাক্কা লাগে। এ ঘটনায় উভয়পক্ষ পরস্পরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন কমবেশি আঘাতপ্রাপ্ত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের পর পুনরায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচে বি-বাড়িয়া, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, হবিগঞ্জের ৬টি প্রতিযোগী দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বি-বাড়িয়ার প্রতিযোগী, ২য় হয় বনিয়াচঙ্গের দল এবং ৩য় স্থান অধিকার করে নবীগঞ্জের দিলীপ সরকারের দল।

(পিডিএস/এটিআর/অক্টোবর ১০, ২০১৪)