মাসুম শাহরিয়ার, ইবি : বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে অংশ নিয়ে  স্বর্ণপদক জয়ের মাধ্যমে শুভ সূচনা করেলো ইসলামী বিশ্ববিদ্যালয়। শুক্রবার (৯ সেপ্টেম্বর) আসরের প্রথম দিনেই মেয়েদের ১৫ কিলোমিটার ম্যারাথন ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী তামান্না আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক আসাদুর রহমান ৯ সেপ্টেম্বর মুঠোফোনের মাধ্যমে স্বর্ণপদক জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এবারের আসরে সরকারি ও বেসরকারি মোট ১২৫টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় মোট ১২টি ইভেন্টে অংশ নেবে।

ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল তারা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

(এম/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২২)