রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারীতে এই প্রথম বারের মত অনুষ্ঠিত হলো জাতীয় পার্টির (জেপি) কর্মী সম্মেলনে। যদিও কর্মী সম্মেলন, সমর্থক ও নেতাকর্মীদের অংশ গ্রহনে এটি পরিণত হয় জনসমুদ্রে। রৌমারী ডিগ্রি কলেজের পুরো মাঠ কানায় কানায় ভরে যায় নারী-পুরুষের ভিড়ে। সম্মেলনকে ঘিড়ে কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না।

শুক্রবার দুপুর থেকে খন্ড খন্ড মিছিল রাজপথ প্রকম্পিত করে ডিগ্রী কলেজ মাঠে উপস্থিত হচ্ছিল। মাইকে নাম ঘোষণার সাথে সাথে বক্তব্য চলছিল অগ্নিবর্ষণের মত। ব্যাপক কৌতুহল নিয়ে সাধারণ মানুষও নতুন এ কর্মী সম্মেলন উপভোগ করছিল। গোটা দেশের মধ্যে জেপি’র একমাত্র এমপি রুহুল আমিনের এ ব্যতিক্রম আয়োজন এখানকার মানুষ কতটুকু গ্রহন করবে এটা সময়েই বলে দেবে।

এমপি রুহুল আমিন নির্বাচিত হওয়ার পরপরই দল গঠনের প্রতি তীক্ষ্ম নজর দেন। ঢাকার কাজ সেরেই তড়িৎ চলে আসেন এলাকায়। এরপর গ্রামে গ্রামে ঘুরে ওয়ার্ড, ইউনিয়ন এমনকি উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে গতকাল শুক্রবার ব্যাপকভাবে এ কর্মী সম্মেলনের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, সাবেক উপমন্ত্রী ও জেপি’র অতিরিক্ত মহাসচীব সাদেক সিদ্দিকি, প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ খান, বিশেষ অতিথি এমপি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, কেন্দ্রী কমিটির সভানেত্রী নাজমুন্নাহার বেবি, বিভাগীয় সম্পাদক ফজলে করিম পল্লব, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিল, সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, ইউনিয়ন সভাপতি আব্দুল গণি, আব্দুর রশিদ, কুদরত উল্ল্যাহ, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম মন্ডল, আজিবর রহমান, নুরে শাহি ফুল প্রমুখ।

(আরইএস/এটিআর/অক্টোবর ১০, ২০১৪)