স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ক্রিকেট পর্বের পুরুষ ক্যাটাগরিতে রবিবার (১১ সেপ্টেম্বর, ২০২২) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ'এর মাঠে 'এল' গ্রুপের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বনাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উক্ত ম্যাচে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়'কে ৬ রানে পরাজিত করে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয় স্টেট ইউনিভার্সিটি। প্রথমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৯৭ রান সংগ্রহ করে স্টেট ইউনিভার্সিটি। অন্যদিকে ৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি ১০ ওভারে ৬ উইকেট খুয়িয়ে মাত্র ৯১ রান সংগ্রহে সমর্থ হয়৷

বলা বাহুল্য, গত ৯ সেপ্টেম্বর ঢাকার হাতির ঝিলের এম্ফিথিয়েটারে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের উদ্বোধন ঘোষণা করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে স্পেলবাউন্ডের পরিচালনায় সারা দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। ১২৫ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী-পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশ নেবে এ আসরে। মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে এবারের আসরের প্রতিপাদ্য বিষয়, ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’। এক মাসেরও বেশি সময় ধরে চলবে এ আয়োজন। আসরের প্রত্যেক ইভেন্টে অংশ নেয়া প্রথম তিনজন বিজয়ীকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেয়া হবে। সবচেয়ে বেশি পদকজয়ী বিশ্ববিদ্যালয় পাবে চ্যাম্পিয়ন ট্রফি।

(পিএস/ ১২ সেপ্টেম্বর, ২০২২)