বান্দরবান প্রতিনিধি : জেলায় পর্যটকবাহী একটি বাস শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে শিশুসহ ২৭ পর্যটক আহত হন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহত ২৭ পর্যটককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, বান্দরবান থেকে চট্টগ্রামে যাবার পথে জেলা সদরের রেইছা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি (খাগড়াছড়ি-ব-৩০৫) রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় শিশুসহ ২৭ পর্যটক আহত হন।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার অংসুই মারমা জানান, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। ওই ছয়জনসহ সকলকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

গুরুতর আহতরা হলেন- লেয়াকত, মোহাম্মদ খান, আশিক দত্ত, কালাম, মারুফ ও রুবেল।

আহতরা সবাই তিন পরিবারের সদস্য। তারা চট্টগ্রামের হালিশহর এলাকার বসবাস করেন।

(ওএস/এইচআর/অক্টোবর ১১, ২০১৪)