ফয়জুল মুনির, পটুয়াখালী : আজও বৈরী আবহাওয়া থেমে থেমে মাঝারী বৃষ্টিপাত রাঙ্গাবালী পূর্নিমার জোঁ এর প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূল জুড়ে বৈরি আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে থেমে থেমে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আগুনমুখা, রাবনাবাদ, তেতুলিয়া, বুড়াগৌরাঙ্গ সহ বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে বেড়িবাঁধের বাইরে থাকা বিস্তির্ণ চরাঞ্চল ৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

উপজেলার মধ্য চালিতাবুনিয়া, গরু ভাঙ্গা, চিনাবুনিয়া, চর আন্ডা ও কোড়ালিয়া লঞ্চঘাট এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলী জমি। ভেসে গেছে মাছের ঘের ও পুকুরের মাছ। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তাই ভাঙা বেড়িবাঁধ পুন:নির্মাণ কিংবা মেরামতের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। এদিকে বঙ্গোপসাগর সাগর উত্তাল থাকায় মাছ ধরার অধিকাংশ ট্রলার ঘাটে এসে নোঙর করেছে।

(এফএম/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২২)