মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর পূর্ণ বাস্তবায়ন,সকল শুণ্য পদে পদোন্নতি/নতুন নিয়োগের মাধ্যমে পূরণ করা। কর্মচারীদের পদ নাম ও গ্রেড সচিবালয়/কালেক্টরেট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীদের অনুরূপ করণ। পি,আই,ও পদকে আপগ্রেড করা। ডিআরআরও পদকে আপগ্রেড। এবং জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মৌলভীবাজার জেলাসহ সারা দেশব্যাপী অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ পরিষদের ডাকে তিনদিন ব্যাপী কর্মবিরতি শুরু হয়। অর্ধদিবসের এই কর্মবিরতি প্রতিদিন চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) কর্মসূচির দ্বিতীয় দিন সকালে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে দেখা যায় সেখানকার কর্মকর্তা ও কর্মচারীরা অফিসের কাজ ফেলে ব্যানার নিয়ে কর্মবিরতি পালন করছেন। কর্মসূচির কারনে গুরুত্বপূর্ণ ওই দপ্তরে সেবা নিতে আসা লোকজন পরছেন বিপাকে। সূত্রে জানা গেছে,শুধু জেলা সদর নয়,সারাদেশ ব্যাপী অধিকার আদায়ে পালিত হচ্ছে এ কর্মসূচি। এরই অংশ হিসেবে মৌলভীবাজার জেলার সবগুলো উপজেলায় একই সময়ে পালণ হচ্ছে কর্মবিরতি।

মৌলভীবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজাদের রহমান জানান,প্রাকৃতিক দুর্যোগসহ দেশের যেকোনো কঠিন দুর্যোগ মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকেন এই দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অথচ আমরা দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। তাই যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি।

তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এই পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে আমাদের অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বহু বছর ধরেই আন্দোলন করে আসছে।

দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও আর পিআইওরা কাঙ্ক্ষিত আর্থিক সুবিধা পাচ্ছেন না।

এদিকে তিনদিন ব্যাপী চলা অর্ধদিবস কর্মবিরতি পালন শেষ হবে বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর। কর্মসূচি শেষে ওই দিন দুপুর ১২টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ছবি: বুধবার সকালে মৌলভীবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজাদের রহমানের নেতৃত্বে নিজ দপ্তরের সামনে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

(একে/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২২)