বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের প্রথমদিন বুধবার চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমানের কাছে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের প্রথমদিনে সাধারন সদস্যপদে ১৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এসব পদে মনোনয়নপত্র দাখিলের সময় রয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু দলীয় নের্তৃবৃন্দকে সাথে নিয়ে চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র দাখিল করেন। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, ফকিরহাট পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর বাগেরহাটে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এসব পদে মনোনয়নপত্র দাখিলের সময় রয়েছে। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এবার জেলা পরিষদ নির্বাচনে বাগেরহাট জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ১০৩৬ জন জনপ্রতিনিধির ভোটে একজন চেয়ারম্যান, ৯ জন সাধারন সদস্য ও ৩ সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২২)