স্টাফ রিপোর্টার : যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় কয়েকজন আসামিকে অভিযোগপত্র  (চার্জাশিট) থেকে বাদ দেওয়ায় মামলাটিতে নারাজি দাখিল করবেন বাদী। অভিযোগপত্র আমলে নেওয়ার শুনানিতে সোমবার আদালতে বাদী মিল্কির ভাই মেজর রাশিদুল হাসান খান সময় প্রার্থনা করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান নারাজি দাখিলের সময়ের আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল মামলাাটিতে ১২ জনকে অভিযুক্ত করে র‌্যাবের সহকারী পুলিশ সুপার কাজেমুর রশিদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন, মিল্কির ড্রাইভার মারুফ রেজা সাগরের স্ত্রী ফাহিমা ইসলাম লোপা, এসএম জাহিদ সিদ্দকী ওরফে তারেক ওরফে কিলার তারেক (ঘটনার পর দিন বন্দুক যুদ্ধে নিহত), শাখাওয়াত হোসেন চঞ্চল, জাহাঙ্গীর মন্ডল, শহিদুল ইমলাম, আমিনুল ইসলাম হাবিব, সোহেল মাহমুদ, চুন্নু মিয়া, মো. আরিফ, ইব্রাহিম খলিলউল্লাহ, রফিকুল ইসলাম চৌধুরী ও শরিফ উদ্দিন চৌধুরী পাপ্পু।

সূত্র জানায়, মামলাটির অভিযোগপত্রে ‘উদ্দেশ্যমূলকভাবে হত্যার অন্যতম সন্দেহভাজন আসামি জাহিদুল ইসলাম টিপু ও ওহিদুল আলম আরিফ ভুঁইয়াকে বাদ দেওয়া হয়েছে। হত্যার পরিকল্পনায় ছিলেন জাহিদুল। আর ঘটনার সময় আশপাশে ছিলেন ওয়াহেদুল। অথচ তাদের নাম বাদ দেওয়া হল। তাই নারজি দাখিল করা হবে বলে জানা গেছে।

২০১৩ সালের ২৬ জুন রাতে রাজধানীর গুলশানের শপার্স ওয়াল্ডের সামনে গুলিতে নিহত হন মিল্কি।

(ওএস/এটি/এপ্রিল ২৮, ২০১৪)