একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : আসন্ন রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন  রিটার্নিং কর্মকর্তা। এতে একজন চেয়ারম্যান প্রার্থীর ও দুই জন সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। 

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা প্রশাসক আবু কায়ছার খান ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

চেয়ারম্যান পদে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল হাসান (পিয়াল) এর মনোনয়ন পত্র বাতিল করা হয়।

এছাড়া সদস্য পদে বালিয়াকান্দি উপজেলা থেকে ঋণখেলাপির কারনে মো. মাসুদ রানা ও কালুখালী উপজেলা থেকে মো. রফিকুল ইসলাম এর মনোনয়ন পত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তারা মো. মাসুদুর রহমান জানান, চেয়ারম্যান পদে মো. রকিবুল হাসান (পিয়াল) এর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তিনি জনপ্রতিনিধি থাকা অবস্থায় অন্য আর একটি পদে নির্বাচন করতে পারবেন না। নির্বাচন করতে হলে তাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হবে। অন্য দুই সদস্য পদের
প্রার্থীর ঋণখেলাপি রয়েছে।

তিনি আরও বলেন, মনোনয়ন পত্র দাখিল করা ৪৫ জন প্রার্থীর হালনাগাদ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপি আছে কি না তার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে সবার তথ্য পাঠানো হয়। এর মধ্যে ৪৩ জনের কোন
ঋণখেলাপি নাই। বাকি দুইজন মো. মাসুদ রানা ও মো. রফিকুল ইসলাম এর ঋণখেলাপি থাকায় মনোনয়ন পত্র বাতিল করা হয়।

তবে মনোনয়ন বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থী মো. রকিবুল হাসান (পিয়াল), সদস্য প্রার্থী মো.মাসুদ রানা ও মো. রফিকুল ইসলাম আপিল করবেন বলে জানিয়েছেন।

(একেএমজি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২২)