পটুয়াখালী জেলা প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্নিঝর হুদ হুদ এর প্রভাবে পটুয়াখালীর উপক’লীয় এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত ৪ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে বলে ওয়াপদার বেড়ীবাধের বাইরে থাকা ঘের বাড়ী মালিকেরা যানিয়েছেন।

জেলার চরগঙ্গা, চরকান্কুনি, জাহাজমারা কলাগাছিয়া ও চর হেয়ারে ১০/১২ মাছের ঘের তলিয়ে প্রায় অর্ধকোটি টাকার মাছ সাগরে চলে গেছে বলে ঘের মালিকরা জানান। এছাড়াও বসতবাড়ীগুলো এমনকি কোন কোন ঘরের ভিটি পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। বাতাসের বেগ তুলনামূলক কম থাকায় যানমালের কোন ক্ষতি হয়নি। তবে বাতাস বেড়ে গেলে পানিতে তলিয়ে ব্যপক ক্ষতির সম্ভাবনা এড়িয়ে যাওয়া যায়না। কিভাবে মৎস্য সম্পদ রক্ষা করা যায় এ নিয়ে ব্যস্ত এখন ঘেরমালিকরা।

(আরআর/এটিআর/অক্টোবর ১১, ২০১৪)