সিলেট প্রতিনিধি : সিলেটে পরীক্ষার হলে ঢুকে নন্দিতা দেবী (১৫) নামে এক স্কুলছাত্রীর ওপর হামলা চালিয়েছে বখাটেরা। হামলাকারীরা ওই ছাত্রীর কপালে ও গালে ছুরিকাঘাত করে পরীক্ষা কেন্দ্রে গুরুতর অবস্থায় ফেলে রেখে যায়।

হামলার পর আহতাবস্থায় নন্দিতা দেবীকে (১৫) উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা পৌনে ২টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
জানা যায়, আহত নন্দিতা দেবী নগরীর শিবগঞ্জ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও একই এলাকার সেনপাড়ার আল্পনা-১৭নং বাসার গুণেন্দ্র সিংহের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ইংরেজী দ্বিতীয় পত্রের নির্বাচনি পরীক্ষা দিচ্ছিল নন্দিতা।


এ সময় সোনারপাড়ার বখাটে সাকিবের নেতৃত্বে মামুন, জয়, নাঈম, ইফতি, সম্রাট, তারেক, বাবু, জীবনসহ কয়েকজন বখাটে ক্লাসে ঢুকে নন্দিতাকে মারধর করে কপালে এবং গালে ছুরিকাঘাত করে।
এ সময় তার চিৎকারে শিক্ষক ও আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই পালিয়ে যায় বখাটে ওই হামলাকারীরা।
এ বিষয়ে নন্দিতার ভাই তাপস সিংহ জানান, কয়েকদিন ধরে স্কুলে যাতায়াতের পথে তার বোনকে উত্যক্ত করে আসছিল সাকিব। এরই জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে।
সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাইছ মিয়া হামলার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে ছাত্রীর অভিভাবকের সঙ্গে স্কুল কমিটি বৈঠক বসেছে।
এদিকে, খবর পেয়ে মহানগরীর শাহপরান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, হামলাকারীদের মধ্যে সাকিবও ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
মূলত সাকিবের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এরই মধ্যে হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

(ওএস/এটিআর/অক্টোবর ১১, ২০১৪)