শিমূল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে শারদীয় দুর্গা পূজা ২০২২ উপলক্ষে আজ বুধবার বিকেলে জনতার ঘরে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন দুর্গা পূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সভার সভাপতি লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোঃ মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ চেতনার বাস্তবায়ন ঘটেছে। প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছেন। শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমূখর পরিবেশে উদযাপনে পৌরসভা সবসময় পাশে থাকবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সচিব মোঃ আলাউদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ,যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু পোদ্দার, শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ আখড়ার সভাপতি অশোক সাহা মানিক,বিনয় মজুমদার,শম্ভু লাল দাস প্রমুখ।

(এস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২২)