সাতক্ষীরা প্রতিনিধি : নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মৃতের নাম তায়ফুজ্জামান (৫৫)। তিনি সদর উপজেলার পায়রাডাঙা গ্রামের বাসিন্দা।

পায়রাডাঙা গ্রামের ইউপি সদস্য ঊষা রানী ম-ল জানান, তায়ফুজ্জামান শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হন। দীর্ঘক্ষণ তাকে খোঁজাখুঁজির পর বিকেল পাঁচটার দিকে পার্শ্ববর্তী একটি চিংড়ি ঘেরের পাশে লাগানো আমগাছে গলায় গামছা দিয়ে ঝুলে থাকা অবস্থায় তার লাশ দেখতে পায় গ্রামবাসি। রাত ১০টার দিকে পুলিশ একটি ওই লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা রেকর্ড করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, লাশের ময়না তদন্ত শেষে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়না তদন্তের প্রতিবেদনে হত্যার অঅলামত পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এটিআর/অক্টোবর ১১, ২০১৪)