স্পোর্টস ডেস্ক : দেশের মানুষ এখন নারী ফুটবল দলের বন্দনায় ব্যস্ত। নারী সাফ চ্যাম্পিয়ন হওয়ায় সাবিনাদের নিয়ে উৎসব চলছে। মেয়েদের এ সাফল্যে আলোচনার বাইরে চলে গেছে পুরুষ ফুটবল দল। অথচ জামাল ভূঁইয়ারা এখন কম্বোডিয়ায়, সেখানে সন্ধ্যায় তারা ম্যাচ খেলবেন স্বাগতিকদের বিপক্ষে।

দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বাংলাদেশ গিয়েছিল কম্বোডিয়া। একটি অনুশীলন ম্যাচের পর বাংলাদেশ অফিসিয়াল ম্যাচ খেলবে বৃহস্পতিবার সন্ধ্যায়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে নম পেনের মরোডক টেকো ন্যাশনাল স্টেডিয়ামে।

বাংলাদেশ কম্বোডিয়ায় ম্যাচ খেলে চলে যাবে নেপাল। সেখানে ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

বাংলাদেশ ও কম্বোডিয়া এর আগে চারটি ম্যাচ খেলেছে। চারবারের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে তিনবার। একটি ম্যাচ ড্র হয়েছে। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে।

সাবিনা খাতুনরা সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর এখন কিছুটা মানসিক চাপে জামাল ভূঁইয়ারা। ম্যাচ জিততে না পারলে তাদের যোগ্যতা নিয়ে আবার সরব হবে সামাজিক যোগাযোগমাধ্যম।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২২)