এসকে সুলতান, আশুলিয়া : সাভারে কারিতাসের উদ্যোগে মাদাকাসক্ত রিকভারিদের আইনি সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সাভার পৌর এলাকার নামাবাজার ২নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় মাদকাসক্ত থেকে রিকভারি ব্যক্তিরা যাতে সমাজে কোনো মানুষ বা প্রশাসনের দ্বারা হয়রানির শিকার না হয় এবং তাদের জীবন মান উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে ৩ জন সুস্থ মাদকাসক্ত রিকভারি ব্যক্তিকে ক্ষুদ্র ব্যবসার জন্য ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক, সমাজ সেবক মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ, সিটি স্কুলের প্রধান শিক্ষক ফারজানা ইসলাম, কারতিাস প্রতিনিধি কামরুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন কারিতাস প্রতিনিধি আব্দুর রাজ্জাক।

(এসকেএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২২)