মাদারীপুর সংবাদদাতা : কাওড়াকান্দি ঘাটে শনিবার রাতে সৃষ্ট যানজট এখনও কাটেনি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। তবে যাত্রী দুর্ভোগের কথা অস্বীকার করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

অতিরিক্ত গাড়ির চাপে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর থেকে কাওড়াকান্দি ঘাট এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি । বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্সসহ ওষুধের গাড়িকে প্রাধান্য দিয়ে ফেরিতে উঠানো হচ্ছে।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছর ঈদ শেষে যাত্রীর চাপ একটু বেশি থাকে। ফলে অতিরিক্ত যানবাহন ও যাত্রীদের চাপের ফলে হিমশিম খেতে হয় ঘাট কর্তৃপক্ষকে।

বিআইডব্লিউটিসি কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক এমএ বাতেন মিয়া জানান, ‘সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় অনেক বেড়েছে। রাতে অনেক গাড়ির চাপ থাকার ফলে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। ঘাটে ফেরি আসছে, আর যানবাহন লোড করে পার করা হচ্ছে। তাই ঘাট এলাকায় যাত্রীদের কোনো ভোগান্তি নেই।’

এদিকে, সকাল থেকেই লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বোঝাই করে পদ্মা পার হতে দেখা গেছে।

(ওএস/এইচআর/অক্টোবর ১২, ২০১৪)