মো: শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম (বার) ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। 

রেঞ্জের আওতাধীন ১৩ জেলার ৯৬ থানার মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজী, কিশোর গ্যাং অপরাধ, নারী ও শিশু নির্যাতন দমনসহ নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিমূলের স্বীকৃতি স্বরুপ ওসি মশিউর রহমানকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছে। এর আগে গত ২০২১ সালের ১৫ নভেম্বর মশিউর রহমান দায়িত্ব নেয়ার পরে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে হাবিবুর রহমান (ডিআইজি) এর কাছ থেকে এ পুরষ্কার গ্রহণ করেন ওসি মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের এডমিন অ্যান্ড ফাইন্যান্স মো. সাইদুর রহমান খান (পিপিএম) বার, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো.মাসরুকুর রহমান খালেদ (পিপিএম বার),এডিশনাল ডিআইজি অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার ক্রাইম এনালাইসিস এন্ড কমিউনিটি পুলিশিং আক্তার হোসেন পিপিএম (বার) সহ অন্যান্য কর্মকর্তাসহ ১৩ জেলার দায়িত্বরত পুলিশ সুপারবর্গ।

পুরস্কার পেয়ে মশিউর রহমান বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্ব নেয়ার পর থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনে নিরলস ভাবে কাজ করেছি। তারই স্বীকৃতি স্বরুপ আমাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমি কৃতজ্ঞ।

(এস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২২)