খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়াপাড়ায় আগুনে পুড়ে গেছে রেস্টুরেন্ট ও বসতবাড়িসহ ৭টি ঘর। এতে নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হোটেলের মালিক খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মারমা।

পুলিশ ও এলকাবাসী জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মারমার মালিকানাধীন ‘খাংময়’ রেস্টুরেন্টের পূর্বপার্শ্ব থেকে আগুনের সূত্র হয়।

খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার স্টেশনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ‘খাংময়’ রেস্টুরেন্ট ও বসতবাড়িসহ ৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

কংচাইরী মারমা জানান, আগুনে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কোনোকিছুই উদ্বার করা সম্ভব হয়নি।

খাগড়াছড়ি ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার মো. এয়াকুব আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

(ওএস/এইচআর/অক্টোবর ১২, ২০১৪)