মুসলিমা আক্তার খাতুনের দু’টি কবিতা
দেশ
দেশকে ভালোবাসি আমি
ভালোবাসি মাতৃভূমি
সবুজ শ্যামল বাংলাদেশ
আমার জন্মভূমি।
সোনা ধানে ফসলের মাঠ
হাজারো স্মৃতি মাখা পল্লীর ঘাট
আমার এ দেশ স্রষ্টার অমূল্য দান
দেশের প্রতি ভালোবাসা তাই অফুরান।
ভুলবোনা তোমাকে
কত যে কষ্টে করেছে মুক্ত
লাখো লাখো বাঙালির পবিত্র রক্ত
তাঁদের মোরা হৃদয় মাঝে
গেঁথে রাখব চিরদিন
মোদের হাতে দিয়েছে যারা স্বাধীনতা
ভুলবোনা মোরা।
সবার ছিল স্বাধীন হওয়ার স্বপ্ন সমান মন
ফুলের মালা তাঁদের তরে করি সমর্পণ।