দিলীপ চন্দ, ফরিদপুর : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন মন্দিরে চলছে প্রতিমায় রঙ লাগানোর কাজ। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা।

এ ব্যাপারে রাজবাড়ী বেলগাছি নিবাসী বিজয় পাল জানান, তিনি এ বছর সর্বমোট পাঁচটি প্রতিমার কাজ করছেন। এরমধ্যে দুইটা সমাপ্ত হয়ে গেছে তিনটি এখনো বাকি আছে। তিনি এখানে আলিপুরের বান্ধব পল্লীতে এবং শোভারামপুরে আরো দুটি প্রতিমা নির্মাণ করছেন।

তিনি বলেন, আগামী পহেলা অক্টোবর অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গাপূজা। যে কারণে আমাদের সবার ব্যস্ততা বাড়ছে। তাছাড়া আমার মত অনেকে পাল ই পার্শ্ববর্তী জেলায় প্রতিমা শেষ করা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। তাই তাড়াতাড়ি প্রতিমা রং করতে হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, যদিও শহরের অল্প কিছু প্রতিমাতে রঙ করা হয়েছে তবে বেশিরভাগ প্রতিমায় আগামী দুই একদিনের মধ্যে রং করা সম্পন্ন হবে। আগামী ১ অক্টোবর থেকে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে শেষ হবে ৫ অক্টোবর।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২২)