কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ারবাজারে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। রবিবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে। অপর এক দুর্ঘটনায় নিহত হয়েছে আরো একজন।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজারের শিতুলিয়া নামকস্থানে ঢাকা মুখি বাঁশবাহী একটি ট্রাকের সাথে গাইবান্ধা থেকে চট্টগ্রামগামী শিকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬ জন নিহত এবং অপর ৩০ জন আহত হয়।
আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পুরুষ আহত যাত্রী মারা যায়। হতাহতদের পরিচয় জানা যায় নি। নিহতদের মধ্যে একজন মহিলা, একজন কিশোরী, পাঁচ জন পূরুষ রয়েছে।
নোয়াবাজার মহাসড়ক পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, নিহত ৫ পুূরুষের মধ্যে বাস ও ট্রাকের চালক রয়েছেন।
আহতদের মধ্যে রাঙামাটির নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন, একজন সেনা সদস্য এবং একজন বিজিবি সদস্য রয়েছে।
চৌদ্দগ্রামের নালবাগ অপর রবিবার ভোর সাড়ে ৪টায় এক দুর্ঘটনায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা বাস যাত্রী নিহত হয়। ঢাকা থেকে চট্টগ্রামগামী আল বারাক পরিবহনের একটি বাস এবং ঢাকাগামী জান্নাত পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঐ যাত্রী নিহত হয়। তাঁর পরিচয় জানা যায় নি।

(একেএইস/এসসি/অক্টোবর১২,২০১৪)