রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর পৌরসভার নারী কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি ও তার স্বামী জিলহজ্ব আলী নাদুর জবরদখল করা জমি উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জমির মালিক মো. রেজাউল করিম। তার অভিযোগ, জামালপুর পৌরসভার ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি ও তার স্বামী জিলহজ্ব আলী নাদু সিংহজানী মৌজার বিআরএস ৪১৮০নং খতিয়ানভুক্ত দাগ নং ৭৫৫০হইতে ০০.৯০ প্রায় এক শতাংশ জমির উপর দোকান ঘরসহ ১২৯৪৫নং সাবকবলা দলিলমূলে খরিদ করেন। খরিদকৃত সম্পত্তি জোরপূর্বক জবরদখল করায় ভুক্তভোগী পরিবার বাধ্য হয়ে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে দখলের বিষয়টি প্রমাণিত হয়।

এছাড়া গত ১৯ সেপ্টম্বর তদন্ত করে বিষয়টির সত্যতা পেলে কাউন্সিলর স্বপ্না আক্তার লিপিকে সাময়িকভাবে বহিষ্কার করেন স্থানীয় সরকার বিভাগ। বহিস্কৃত হবার পর থেকে রেজাউল করিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় হুমকি-ধমকি, ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে নারী কাউন্সিলর ও তার স্বামী। তাই ভুক্তভোগী পরিবার বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেন।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২২)