ঝিনাইদহ প্রতিনিধি : সাপের কামড়ে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান এ্যাপো (৫০) ইন্তেকাল করেছেন। শনিবার রাতে তিনি সাপের কামড়ের শিকার হন। মধ্য রাতে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রধান শিক্ষক বদিউজ্জামান এ্যাপো পোড়াহাটী ইউনিয়নের এস্তেফাপুর গ্রামের আমিরুল ইসলাম লতার ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে তিনি বাড়ির পাশে পুকুরের দিকে হাটতে যান। এ সময় একটি বিষাক্ত সাপে তাকে কামড় দেয়। বিষয়টি তিনি প্রথমে পরিবারের কাউকে বলেননি। এক পর্যায়ে তিনি বিষের যন্ত্রনায় কাতর হয়ে পড়লে “পুকুর পাড় থেকে তাকে সাপে কেটেছে” বলে জানায়। দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার সকালে মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান এ্যাপোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে আসে। বাদ জোহর বদিউজ্জামান এ্যাপোকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

(একে/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২২)