রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, ‘উন্নয়নের কোন শেষ নেই। এটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের সকল স্থানে সমানভাবে উন্নয়ন করছেন। ওয়েবসাইটে প্রকাশ হওয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় যদি কোন অমুক্তিযোদ্ধার নাম থাকে তবে তা তদন্ত করে বাদ দেওয়া হবে।’

আজ রবিবার দৃপুর ১২টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে মু্ক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে ভাবার কিছু নেই। আমরা গনতান্ত্রিক দল। জনগণ রাষ্ট্রের মালিক। করোনা ও বর্তমান বৈশ্বিক দুঃসময়ে আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের জনগণের পাশে থেকেছে, তাতে আগামীতে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসবে।

জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর। বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।

এর আগে সকাল ১০ টায় মন্ত্রী সাতক্ষীরার সিটি কলেজ মোড়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।দুপুর একটার দিকে তিনি বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক গতকাল রাত ৯টার দিকে সাতক্ষীরায় এসে পৌছান। তারপর সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। সাতক্ষীরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি ২ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে সম্প্রতি নির্মাণ করা হয়েছে। আজ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সেটির উদ্বোধন করলেন।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২২)