রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মারপিটের ঘটনায় ০১জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসময় প্রতিপক্ষের মারপিটে আরও দু' জন আহত হয়েছে। এ ঘটনায় হেলাল ফারাজি নামের এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের শেফাউল চৌধুরীর ছেলে সিহাব চৌধুরী ও তার সহযোগীদের সাথে মহদীপুর গ্রামের মৃত করিম উদ্দীন ফারাজির ছেলে হেলাল ফারাজি (৫০) ও তার সহযোগীদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়া ঝগড়া-বিবাদ ও মনোমালিন্য চলিয়া আসিতেছে।

এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর দুপুর অনুমান ১২টার দিকে প্রতিপক্ষ সিহাব চৌধুরী তার লোকজন নিয়ে মহদীপুর মৌজাস্থ ঠুটিয়াপাকুর বাজারের দক্ষিণ পার্শ্বে জমিতে স্থাপিত ঘর জোরপূর্বক অন্যায়ভাবে ভাংচুর করতে ধরলে হেলাল ফারাজির ছোট ভাই বেলাল ফারাজি প্রতিপক্ষের কাজে বাঁধা দিলে প্রতিপক্ষগন বেলাল ফারাজিকে মারপিট করে গুরুত্বর আহত করে। এ সময় প্রতিপক্ষরা বেলাল ফারাজির স্থাপিত ঘর ভাংচুর করে।

পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। উক্ত ঘটনায় বেলাল ফারাজির বড় ভাই হেলাল ফারাজি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

(আরআই/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২২)