তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ রোধে সুশীল সমাজ, ইমাম, কাজী, রেজিষ্ট্রার, পুরোহিত ও ছাত্র-ছাত্রী সমন্বয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

উপজেলা পরিষদ আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করেছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় সুশীল সমাজ, ইমাম, কাজী, বিবাহ রেজিষ্ট্রার, পুরোহিত, শিক্ষার্থী সহ ১৩০ জন অংশগ্রহণ করেন।

(টিকেবি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২২)