একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে রাজবাড়ী জেলায় চলছে প্রতিমা তৈরি সহ রঙের শেষ মুহূর্তের কাজ।

মাটির কাজ শেষ করে এখন চলছে সাজসজ্জার কাজ। রঙের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙ-ঢঙে। পূজা ঘনিয়ে আসায় এখন রাত দিন ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা।

সরেজমিনে বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যায়, কোন কোন মন্দিরে শেষ হয়েছে রঙ সহ সাজ-সজ্জার কাজ। তবে বেশিরভাগ মন্দিরে প্রতিমাকে রঙ-তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত শিল্পীরা। চলছে সাজ-সজ্জার কাজও। দেবী দুর্গার সাথে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। যেন দম ফেলার ফুসরত নেই মৃৎশিল্পীদের।

রাজবাড়ী জেলায় এ বছর মোট ৪৩৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ১০২টি, বালিয়াকান্দি উপজেলায় ১৫২টি, পাংশা উপজেলায় ১০২টি, কালুখালী উপজেলায় ৫৫টি ও গোয়ালন্দ উপজেলায় ২৩টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে, যা ৫ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে৷

(একেএমজি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২২)