দৈনিক বাংলা ৭১’র স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আবুল কাশেম রুমন
সিলেট প্রতিনিধি : দেশের খ্যাতিমান ও প্রবীণ সাংবাদিক প্রবীর সিকদার সম্পাদিত ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলা ৭১ পত্রিকার সিলেট বিভাগে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবুল কাশেম রুমন। গত ২৫ সেপ্টেম্বর সম্পাদক ও প্রকাশক প্রবীর সিকদার কর্তৃক স্বাক্ষরিত আইডি কার্ড ও নিয়োগ সংক্রান্ত কাগজপত্র ডাকযোগে হাতে পৌঁছায়।
সাংবাদিক আবুল কাশেম রুমন ১৯৯৮ সাল থেকে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। দীর্ঘ দিন ধরে সিলেট থেকে বহুল প্রচলিত সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া তিনি ২০১৭ সাল থেকে ফ্রান্স বাঙ্গালী প্রথম অনলাইন ও স্যাটেলাইট টেলিভিশনের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। তার আগে তিনি ঢাকার জাতীয়, সিলেটের বিভিন্ন স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
(একেআর/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২২)