মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি জামায়াতের ৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

হরতাল-অবরোধের সময় পুলিশের দায়ের করা কয়েকটি মামলার আসামি হিসেবে তারা আজ রোববার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক মতিউর রহমান ওই আদেশ দেন।

হাজতপ্রাপ্ত অন্যরা হচ্ছেন গাংনী উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান, ছাত্রদল নেতা নাজমুল হোসেন, জামাত কর্মী মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের তৌফিক মোল্লা, শিবিরকর্মী নাজিরাকোনা গ্রামের ওলিউল্লাহ, মাহফুজ হোসেন ও মানিকনগর গ্রামের আজিজুল হক।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে হরতাল-অবরোধের সময় সরকারী অফিস ভাংচুর, বিস্ফোরণ ও সড়কের পাশে সরকারী গাছ কাটার অভিযোগে গাংনী থানা পুলিশ আসাদুজ্জামান বাবলুর নামে ৫টি এবং নাজমুল ও আখেরুজ্জামানের নামে ৩টি করে মামলা দায়ের করে। জামাত-শিবিরের ওই ৪ কর্মীর নামে মুজিবনগর থানা পুলিশের উপর হামলা মামলা রয়েছে।

(এনবি/এটিআর/অক্টোবর ১২, ২০১৪)