বোয়ালমারীতে ইয়াবাসহ যুবক আটক
বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ জ্যাক শাহীন (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বোয়ালমারী থানার এসআই মামুন উপজেলা চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তা থেকে তাকে আটক করেন। সে শেখর গ্রামের আজিম মোল্লার ছেলে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বোয়ালমারী থানার ওসি আবদুল ওহাব নিশ্চিত করেছেন।
ওসি আবদুল ওহাব বলেন, ‘মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানার এসআই মামুন ইসলাম ফোর্স নিয়ে তাকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
(কেএফ/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২২)