নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় হুদ হুদের প্রভাবে চর পার্বতী, চর  এলাহী, মুছাপুর ও চর ফকিরা ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। 

এদিকে শনিবার রাতে চর পার্বতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হানিফ সুকানির বাড়ির মনির আহম্মদের মেয়ে মনি (৬) জোয়ারের পানিতে ভেসে যাওয়া মনির লাশ আজ সকালে ছোট ফেনী নদী থেকে উদ্ধার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান জানিয়েছেন, পূর্ণিমা ও ঘূর্ণিঝড় হুদ হুদের প্রভাবে সকাল থেকে বামনি ও ছোট ফেনী নদীতে স্বাভাবিকের ছেয়ে ৩ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার ৪টি ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হয়। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, শনিবার রাত আটটার দিকে বাবার সাথে মাছ ধরতে গিয়ে ভেসে যায় মনি। সকালে ছোট ফেনী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

(জেবি/এটিআর/অক্টোবর ১২, ২০১৪)