হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের শ্রমিকদের বাড়িঘরে হামলা, ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা হিন্দু মহাজোট, যুব মহাজোট, জেলা পূজা উদযাপন পরিষদ, পৌর পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অনুপ কুমার দেব মনা, অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর, পীযুষ চক্রবর্তী, অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, দীপুল কুমার রায়, সুজিত বণিক, কাউন্সিলর গৌতম কুমার রায়, প্রদীপ দাশ সাগর প্রমূখ। সভা পরিচালনা করেন সুধাংশু সূত্রধর। মানববন্ধনে বক্তাগণ এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

প্রসঙ্গত, দুর্গাপূজায় এক নারী চা শ্রমিকের শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে গত ৫ অক্টোবর রশিদপুর চা বাগানের শ্রমিকদের উপর পাশ্ববর্তী সুন্দ্রাটিকী গ্রামবাসী হামলা চালায়। এতে শতাধিক চা শ্রমিক আহত হন। হামলাকারীরা বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে বলে শ্রমিকরা অভিযোগ করেন।

(পিডিএস/এটিআর/অক্টোবর ১২, ২০১৪)