একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বালিয়াকান্দি উপজেলা অডিটরিয়াম হল রুমে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি। বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে ১০৯ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং মৃত ১১৮ জন মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কাছে শুধু ডিজিটাল সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

(একেএমজি/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২২)