সোহেল রানা, শেরপুর : শরতের সাদা মেঘ আর নদীর কিনারে থাকা সাদা কাশফুলের দোলা আগে থেকে জানান দিচ্ছিল শারদীয় দুর্গাপূজা এসে গেছে। আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবী দুর্গার আগমনী বার্তা। দুর্গাপূজার দিন গণনা, মহালয়ার দিন থেকেই শুরু হয়। এখন কেবল অপেক্ষার প্রহর গোনা। আর ৬ দিন পরই শুরু হবে এই বৃহৎ উৎসব। ফলে দেবী দুর্গাকে বরণ করতে ইতোমধ্যেই সাড়া পড়েছে পাড়ায় পাড়ায়। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ে প্রস্তুতি।

দূর্গা পূজার সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে প্রতিমা তৈরি। দেবীদুর্গার আগমন ঘিরে প্রতিমা তৈরিতৈ ব্যস্ত সময় পার করছেন শেরপুরের কারিগররা।

প্রতিমা কারিগরদের বাড়ি ঘুরে দেখা যায়, কাদামাটি দিয়ে দুর্গাসহ কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীর অবয়ব অনেকটাই তৈরি শেষের দিকে। অনেক মন্ডপে শুরু হয়েছে রঙের আঁচড় দেওয়ার কাজ। তবে অধিকাংশ স্থানে অলংকরণের কাজ শুধু বাকি।

শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু বলেন, আগামী ১লা অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। করোনা মহামারীর কারণে গত দুই বছর দুর্গাপূজা তেমন আনন্দের সাথে পালন করা সম্ভব হয়নি। তবে এবার জাঁকঝমকভাবে পূজা উদযাপন করা হবে। এ বছর জেলায় ১৬৩টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের পূর্ণ প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এবার শেরপুর জেলার ৫টি উপজেলায় মোট ১৬৩টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ৭৭টি, নালিতাবাড়ী উপজেলায় ৩৬টি, নকলা উপজেলায় ২১টি, ঝিনাইগাতী উপজেলায় ১৯টি ও শ্রীবরদী উপজেলায় ১০টি মণ্ডপ রয়েছে।

(এসআর/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২২)