স্টাফ রিপোর্টার : এক-এগারোতে শেখ হাসিনা যদি দেশে না আসতেন, তাহলে দেশ গণতন্ত্র ফিরে পেতো না। তিনি জীবনের ঝুঁকি নিয়ে সে সময় দেশে ফিরে এসেছিলেন বলেই দেশ গণতন্ত্র ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন গওহর রিজভী। বঙ্গবন্ধু কবিতা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

গওহর বলেন, দেশ স্বাধীন করার আগে বঙ্গবন্ধু বাঙালিকে জাতি হিসেবে গড়ে তুলেছিলেন। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে চেয়েছিল একটি পক্ষ। সেই মুহূর্তে শেখ হাসিনা দেশে এসে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে এনেছিলেন।

আবুল বাসার সেরনিয়াবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কবি নূরুল হুদা প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ১২, ২০১৪)