কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, আনসার ও ভিডিপির প্রশিক্ষক দেবাশীষ দাস প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, তথ্য জানাটা সকল নাগরিকের অধিকার। রাষ্ট্রের সুযোগ সুবিধা পেতে গেলে ও সঠিকভাবে দিচ্ছে কিনা সেটা বাস্তবায়নের জন্য তথ্য জানা জরুরি। আমরা কোথায় গেলে আমাদের অধিকার আদায় করতে পারবো সে স¤পর্কে সকলের ধারণা থাকতে হবে।

(এসএ/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২২)