বাগেরহাট প্রতিনিধি : পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া পয়েন্টে নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত করে দ্রুত পালিয়ে যাওয়া লাইটার জাহাজ এমভি জি জামান’কে আটক করেছে মোংলা নৌ-পুলিশ। মোংলা নৌ-পুলিশ মঙ্গলবার দিবাগত রাত রাত ১টার দিকে লাইটার জাহাজ এমভি জি জামান’কে মোংলা বন্দরের পশুর চ্যানেল থেকে আটক করে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, গত সোমবার লাইটার জাহাজ এমভি জি জামান পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া পয়েন্টে নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্থ করে দ্রুত পালিয়ে যায়। পিরোজপুর নৌ-পুলিশের কাছ থেকে এমন তথ্য পেয়ে মোংলা নৌ-পুলিশ অভিযানে নামে। মঙ্গলবার দিবাগত রাত রাত ১টার দিকে লাইটার জাহাজ এমভি জি জামান’কে মোংলা বন্দরের পশুর চ্যানেল দেখতে পেয়ে মোংলা নৌ-পুলিশ লাইটার জাহাজটিকে আটক করে। আটক লাইটারটি বর্তমানে মোংলা নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। সেতু কর্তৃপক্ষ পক্ষ মামলা দায়েরের পর পিরোজপুর নৌ-পুলিশ লাইটার জাহাজ এমভি জি জামানকে মোংলা থেকে নিয়ে যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

(এসএকে/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২২)