সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে চার দালালকে আটক করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো কালীগঞ্জ উপজেলার নলতা এলাকার সুবোল চন্দ্র সরকারের ছেলে রাহুল চন্দ্র সরকার (২৬), সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার আবুল বাসারের ছেলে শহীদুল ইসলাম (৩৯) রেজিট্রি অফিস পাড়া এলাকার মো: কামরুল ইসলামের ছেলে বোরহানউদ্দীন (৩০) ও কামালনগর এলাকার ইস্কান্দার আলীর ছেলে শহিদুল ইসলাম (২৮)।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজমল হুদা জানান, একটি দালাল চক্র পাসপোর্ট অফিসের সামনে বসে বিভিন্ন লোকজনদের তাড়াতাড়ি পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে টাকা আদায় করছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে সদর থানায় সোপর্দ করা হয়।

(ওএস/এটিআর/অক্টোবর ১২, ২০১৪)