শাহ্ আলম শাহী, দিনাজপুর : সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী এমপি বলেছেন,যারা সৌহার্দ- সসম্প্রীতি নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। সেচম যেই হোক না কেনো-কাউকেও ছাড় দিবেনা সরকার।

দিনাজপুরের খানসামায় শারদীয় দুর্গাপূজা ২০২২ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দুর্গাপূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে উপজেলা পর্যায়ে সম্প্রতি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা ক্ষতি করতে চায় তাদের বিনাশ ও দমন করা হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষদের উস্কানি দিলে তা বরদাস্ত করা হবে না। যেখানেই শোষণ ছিল তারই বিপক্ষে বঙ্গবন্ধু অবস্থান নিয়েছেন। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দেওয়ার পর দলে সকল ধর্ম,বর্ন সংস্কৃতির সবার প্রবেশারধীকার আছে, আমরা সবাই সমান।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীমান দাস, সাধারণ সম্পাদক অনন্ত কুমার রায়, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলার পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়।অনুষ্ঠান শেষে উপজেলার ১৪৭টি পূজা মন্ডপে জিআরের ৫শ কেজি করে চালের চেক বিতরণ করা হয়।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২২)