ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী মানসম্মান প্রাণীজ আমিষ উৎপাদনের লক্ষ্যে হাঁস খামারীদের দক্ষতা উন্নয়ন শীর্ষেক প্রশিক্ষণ ২ দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়।

২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিচালন ও উন্নয়নের প্রকল্প উপজেলা পরিষদের আয়োজনে ও যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নকারী সংস্থা, উপজেলা কারিগরি সহায়তা যুব উন্নয়ন অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (এজেন্ট) জাইকা সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদের কার্যালয়ে অনুষ্ঠিত করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন।

(এসআইআর/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২২)