কেন্দুয়া প্রতিনিধি : মাদরাসা ছাত্রীকে কেন্দ্র করে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত অনুমান ১১টার দিকে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুন্ডুলী গ্রামের এনামুল হকের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ওই গ্রামের নবম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে অপহরণ করে নেয়ার অভিযোগ তুলেন ছাত্রীটির মা-বাবা ও স্বজনরা। তাদের অভিযোগ একই গ্রামের এনামুল হকের বখাটে ছেলে পুবেল মিয়া গত বৃহস্পতিবার বিকালে ছাত্রীটিকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়টি নিয়ে ছাত্রীর মা-বাবা গ্রাম্য মাতব্বরদের স্মরণাপন্ন হলে মাতব্বরগণ এনামুল হককে ছাত্রীটিকে তার মা-বাবার কাছে ফেরত দেয়ার নির্দেশ দেন। 

ছাত্রীর মা সাবেক সংরক্ষিত ইউপি মেম্বার রিপা আক্তার বলেন, মাতব্বরগণ আমার মেয়েকে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছিলেন। মেয়েকে ফেরত আনতে শুক্রবার রাতে এনামুল হকের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখি ওই বাড়িতে মেয়েসহ কেউই নেই। তারা আমার মেয়ের অপহরণ ঘটনাটি ধামাচাপা দিতে উল্টো আমাদের বিরুদ্ধে বসতবাড়ি হামলা-ভাংচুরের অভিযোগ তুলছেন।

এনামুল হকের স্ত্রী ঝর্ণা আক্তার ও তার পুত্রবধূ ঝুমা আক্তার জানান, পুবেলের সাথে ওই মেয়ের আগে থেকেই সম্পর্ক ছিল। সেই সম্পর্কের ঘটনা থেকেই একে অপরকে ভালোবেসে আমাদেরকে না জানিয়েই ঘর থেকে বেরিয়ে যায়। মেয়ে এবং ছেলে কোথায় আছে তা আমরা জানি না। এ কথা বলায় মেয়ের বাবা সাইকুল তার লোকজন নিয়ে শুক্রবার রাতে আমাদের বসতবাড়িতে হামলা ও ভাংচুর করে। এ সময় নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।

ঝর্ণা আক্তার জানান, বসতবাড়িতে হামলা-ভাংচুরের ঘটনার বিচার চাই।

(এসবি/এসপি/অক্টোবর ০১, ২০২২)