দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শারদীয় সংঘ আয়োজিত শ্রীশ্রী দুর্গা দেবীর শুভগমন উপলক্ষে শারদীয়া আগমনী ধর্মীয় আলোচনা, চন্ডীপাঠ, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর শারদীয় সংঘের আয়োজনে গতকাল শুক্রবার বিকাল ৫ টায় শহরের ওয়েস্ট এন্ড পাড়া শ্রীশ্রী গৌরগোপাল বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাস। বিশেষ অতিথি সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত মহা ব্যবস্থাপক তাপস চন্দ্র বর্মন, বরিশাল মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার এ সি পাল, ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিল র বিধান কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, গৌড় গোপাল আঙ্গিনার ম্যানেজিং কমিটির কমিটির অন্যতম সদস্য ‌ সজল কুমার সিংহ রায়, অনুষ্ঠানের বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আকাশ কুমার রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অমিত কুমার ঘোষ পূর্ণিমা রায়।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ জ্বলে পবিত্র গীতা পাঠ ও গায়ত্রী মন্ত্র পাঠ করা হয়। অনুষ্ঠানে মোট ৩৫০ জন গরিব ও দুস্থ লোকের মধ্যে মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।

(ডিসি/এসপি/অক্টোবর ০১, ২০২২)