দিলীপ চন্দ, ফরিদপুর : দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবং পাঁচ দফা দাবি বাস্তবায়ন লক্ষ্যে বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ শনিবার সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা চাই, এম্বুলেন্স আয়কর মুক্ত বাণিজ্যিক রেজিস্ট্রেশন, দেশের সকল রাস্তা ও সেতুতে প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, আট সিটের আসন অনুমোদন, সকল হাসপাতাল এম্বুলেন্স পারকিং সুবিধা সহ পাঁচ দফা দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাজ্জাদ হোসেন সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ রওশন শেখ, আমিনুল ইসলাম তুহিন কোষাধক্ষ্য চালক কল্যাণ সমিতি, বক্তারা অবিলম্বে পাঁচ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের নিকট আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন মহামারি করো না খালি আমরা যেভাবে রোগীদের সেবা দান করেছি আমাদের সেভাবে মূল্যায়িত হয়নি । আমরা চাই এম্বুলেন্স কে একটা শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সুদৃষ্টি কামনা করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চালক সমিতির সভাপতি কালাম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন খান, সহ-সভাপতি মোহাম্মদ রাজিব মুন্সি, সহ-সাধারণ সম্পাদক রাকিব মুন্সী প্রমূখ।

(ডিসি/এসপি/অক্টোবর ০১, ২০২২)