দিলীপ চন্দ, ফরিদপুর : শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

তিনি তার বাসভবনে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের কোন স্থান নেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এদেশে হিন্দু-মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ সম্প্রীতিতে বসবাস করে আসছে। স্বাধীন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। তাই শারদ উৎসবে যেন কোন অপশক্তি নিজেদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য দলীয় সকল নেতাকর্মীকে ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। এই উৎসবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে স্ব স্ব অবস্থানে থেকে যার যার উৎসব তারা পালন করবেন দেশ ও মানুষের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। তিনি হিন্দু সম্প্রদায়ের সমস্ত লোকজনকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

(ডিসি/এসপি/অক্টোবর ০১, ২০২২)