সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হত্যা  মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার রাতে নিহত রওশন আরার ভাই নুরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

রবিবার বেলা ১২টার দিকে বেলকুচি থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রওশন আরা ও তার দুই শিশু সন্তান হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে নিহত রওশন আরার স্বামী সুলতান পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, মা ও দুই সন্তানের মরদেহ দেখে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। পুলিশ আন্তরিকভাবে মামলাটি তদন্ত করছে। অতিদ্রুত এ হত্যাকান্ডের রহস্য উদঘা্টন হবে বলে আশা করছি।

প্রসঙ্গত শনিবার বিকেলে জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর নতুন পাড়া গ্রামে শয়নকক্ষ থেকে ঐ গ্রামের সুলতানের স্ত্রী রওশন আরা (৪০), তার দুই সন্তান জেহাদ (১০) ও মাহিম (৩) এর লাশ উদ্ধার করে পুলিশ।

(এসআইএস/এএস/অক্টোবর ০২, ২০২২)